নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিক পুর ইউনিয়নের জোগীয়া গ্ৰামের রাজমিস্ত্রি রুবেল শেখ (৩২) ও তার স্ত্রী তাছলিমা বেগম (২৬)কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৮ টার দিকে জোগীয়া গ্ৰামের কামরুল শেখের ছেলে রাজমিস্ত্রি রুবেল শেখ কাজ করে বাড়ি ফেরার পথে যোগিয়া গ্রামের বঙ্গবন্ধু হাসপাতালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্ৰামের ইমরুল শেখের নেতৃত্বে টগর খা, মিলটন খা, মিরাজ খা, পারভেজ শেখ, সানি খা, ও মিজান শেখ মিলে রুবেল শেখকে দেশীয় অস্ত্র মাছ কোপানো কোচ, শাবল, লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে এ সময় রুবেলের চিৎকার চেঁচামেচিতে তার স্ত্রী দৌড়ে এসে ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারপিট কোরে আহত করে। এ সময় রুবেলের স্ত্রী তাসলিমার সাথে টগর খা অশ্লীলতা হানি করে বীর দরপে এলাকা ত্যাগ করে।
ঘটনার পর আহত রুবেল শেখ ও তার স্ত্রী তাছলিমা বেগমের ডাক চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাদের কে ভ্যান যোগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরো জানা গেছে, টগর খা দীর্ঘদিন ধরে রুবেল শেখের স্ত্রী তাছলিমা বেগম কে কু প্রস্তাব দিয়ে আসছিল সেই কু প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় রুবেল শেখের স্ত্রী কে উত্তক্ত সহ তার স্বামীকে বিভিন্ন সময় হেনস্থা করে আসছে।
এ ব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত টগর খার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট। এটা আমাদেরকে ফাঁসানোর জন্য নিজেরা নিজেরা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় একটি এজাহার জমা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho