গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাং চুর ও অগ্নি সংযোগ করা করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আ হত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজন গু লি বিদ্ধ রয়েছে।
আজ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ খুলনা মহাসড়কে অবরোধ করলে সেনাবাহিনীর একটি দল তাদেরকে সুশৃংখলভাবে রাস্তা থেকে চলে যাওয়ার কথা বলে এতে আওয়ামী লীগের লোকজন ক্ষীপ্ত হয়ে ঈদ পাটকেল ছুড়তে থাকে এক পর্যায়ে সেনাবাহিনী ধাওয়া ও ফাঁকা গুলি ছুড়লে বিক্ষীপ্ত জনগণ সেনাবাহিনীর গাড়ীতে আগুন লাগিয়ে দেয়।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho