আজ মিরপুরের সনি সিনেমা হলের সামনে এশিয়ান টিভির সাংবাদিক পরিচয় দানকারী কথিত সাংবাদিক তানভীর আহমেদ শিমুলের নামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৩ নভেম্বর মিরপুর ১ নম্বর সনিহলের সামনে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতাকর্মী সহ মিরপুর থানা যুবদলের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সহযোগী আওয়ামী দোসর, মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স হয়ে কোটি কোটি টাকা উপার্জনকারী এবং ছাত্র-জনতা উপর হামলে পরা হত্যাকারী এশিয়ান টেলিভিশনের পরিচয় দানকারী এই তানভীর আহমেদ। এ সময়ে মানববন্ধনে বক্তারা চিনহৃত চাঁদাবাজ পুলিশের সোর্স ছাত্র-জনতা উপর হামলে পরা হত্যাকারী তানভীর গংদের গ্রেফতার ও অবিলম্বে বিচারের দাবি করেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন সহ আরও অনেকে।
ভুক্তভুগী ইউসুফুর রহমান লিটন অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে আওয়ামী দোসর হয়ে, মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স তানভীর তার বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা করিয়েছেন পুলিশের সহযোগীতায়, যা এখনো থেমেনেই। সংবাদ প্রকাশ করে টাকা দাবী করছে টাকা না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা সচেতনমহলে এই চিহৃিত চাঁদাবাজের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালোন করেছি।
একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বাদশাহ ভাসানী বলেন,স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে নানা যড়যন্ত্র করে যাচ্ছে। এসকল কথিত সাংবাদিকের যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। এই কথিত চাঁদাবাজকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী যানাচ্ছি। সরাসরি ছাত্রদের উপর গুলি চালিয়ে আওয়ামী লীগ যুবলীগক নেতাদের সঙ্গে একত্রিত হয়ে ছাত্রদের গুলি করায় তার নামে মামলা হয়েছে অথচ সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদবাজি করে বেড়াচ্ছে সে সাংবাদিকতা করে কিভাবে?
উক্ত মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাদশাহ ভাসানী, মিরপুর থানা যুবদলের সদস্য সোহেল, ফারুক, বিল্লাল প্রমূখসহ মিরপুর এলাকার শতশত সচেতন নাগরিক এ সময়ে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho