সরকারি বাঙলা কলেজস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজেদুল ইসলাম (সবুজ) এবং সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের মোঃ ফরজুল্লা।
রবিবার (৯ ফেব্রুয়ারি ) উপদেষ্টা মণ্ডলীর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয় এবং বুধবার (১২ ফেব্রুয়ারি ) তা প্রকাশিত হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ মাহফুজ হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন আতিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব সহ ৮৩ বিশিষ্ট কমিটির অনুমোদিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি বক্তব্যে মাজেদুল ইসলাম (সবুজ) বলেন, ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমাদের অস্তিত্বের পরিচয়। আমরা ঝিনাইদহবাসী সকলে এক এবং অভিন্ন। অতএব, ঝিনাইদহ কে এবং ঝিনাইদহের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাঁধে কাঁধ লাগায়ে এক ঐক্যবদ্ধ শক্তির দ্বারা আমাদের কাজ করতে হবে। একতা, ঐক্য এবং ভ্রাতিত্বই হবে আমাদের পরিচয়। এছাড়াও শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, বিগত দিনে ছাত্রকল্যাণ পরিষদের কমিটি উন্নয়নের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা চেষ্টা করবো সকলকে নিয়ে এই কমিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ঝিনাইদা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যদের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা করাই থাকবে আমাদের মূল নীতি।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho