বছর ঘুরে রমজান আসে আমাদের ভিতরে লুকিয়ে থাকা পাশবিক সত্তাকে দমন করে মানবিক সত্তাকে উচ্চকিত করার জন্য। মাহে রমজান যদি আমাদের চরিত্র ও নৈতিকতায় পরিবর্তন আনতে না পারে তাহলে সিয়াম সাধনার উদ্দেশ্য ব্যার্থ হয়ে যায়।
ঢাকাস্থ ফুলবাড়ী সমিতি আয়োজিত বিশিষ্ট জন ও ফুলবাড়ী বাসীর সম্মানে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীস্থ গ্র্যান্ড প্রিন্স থাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।
শুক্রবার (৬ রমজান) বিকেলে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির সভাপতি বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব মো. মতিউর রহমান শাহ , বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে কর্মরত বিগ্রেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডা. শাহ মো. আব্দুল কাদের, বেঙ্গল গ্রুপ ও দৈনিক ভোরের আকাশের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহের উদ্দীন সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু মাসুদ মোহাম্মদ হাসানুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রশিদ প্রমুখ।
এসময় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রায় ৪ শতাধিক ফুলবাড়ী বাসীর অংশগ্রহনে ও কন্ঠভোটে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ফুলবাড়ী সমিতির পৃষ্ঠপোষক
মো. হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য আবু মাসুদ মোহাম্মদ হাসানুজ্জামান। নতুন এ কমিটিতে সাধারণ সম্পাদক হলেন এ এস এম জাফর সাদিক সোহেল এবং পুনরায় সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর মো. রেজাউল আলম।
সভাপতি রেজাউল আলম এ সংগঠন টি দল মত নির্বিশেষে সবার সহ অবস্থানে, সবার অংশগ্রহণে সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। তিনি বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমিতির ও দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা ফুলবাড়ী বাসীর জন্য কাজ করবো ইনশা- আল্লাহ। এ সময় সংগঠনের অর্থ সম্পাদক এ কে এম মাহাবুব আলম (হীরা) বলেন, সম্মিলিতভাবে এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইফতার মাহফিল আয়োজন কমিটির আহবায়ক হামিদুল হক চৌধুরী। প্রসঙ্গত, আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সকলকে স্মরণীকা সহ বিশেষ উপহার প্রদান করা হয়। পুরুষদের চামড়ার মানিব্যাগ ও বেল্ট, নারীদের হ্যান্ডব্যাগ ও শিশুদের পেন্সিল বক্স উপহার দেয়া হয়।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho