ভেজালমুক্ত সমাজ গড়ি সুস্থ জীবন যাপন করি- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও পথসভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। অসাধু মজুদদার ও ব্যবসায়ীদের লাভ, লোভ আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। অন্য দেশে উৎসব এলে দ্রব্য মূল্যে ছাড় দেয়া হয়, আমাদের দেশে বাড়ানো হয়। এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ সিন্ডিকেট। জনগণকে সস্তি দিতে বর্তমান সরকারকে বাজারের নিয়ন্ত্রণ নিতে হবে এবং মানুষকে স্বস্তি ও শান্তি দিতে হবে। সেই সঙ্গে ভেজাল প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের দমনে জন-নিরাপত্তা আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে।
শনিবার সকাল ১১ টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে ক্যাব জেলা শাখার সভাপতি শাহ-ই মবিন জিননাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় রেল স্টেশন চত্তরে পথসভা করে র্যালীটি দিনাজপুর প্রেস ক্লাব কালি তলায় এসে শেষ হয়।
এ সময় বাহাদুর বাজার, লিলিমোড়, মডার্নমোড় ও প্রেসক্লাব চত্তরে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে জীবন ও জনস্বাস্থ্য রক্ষায় ভোক্ত অধিকার আইন বাস্তবায়নে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও আলোচনায় অংশ নেন জেলা ক্যাবের সভাপতি শাহ-ই মবিন জিননাহ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য খাদিজাতুল কোবরা, মাসউদ রানা, আব্দুল হামিদ, জনসংগঠনের নেতা মোঃ লুৎফর রহমান, সিডিএর প্রোগ্রাম অফিসার আলহাজ্ব হোসেন, হিসাব রক্ষক আব্দুর রউফ ও গ্রাম সহায়ক তামান্না খাতুন প্রমুখ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho