রাজধানীর মিরপুর ১২নম্বর ব্লক ডি ১৫নম্বর রোডের মো. সেলিমকে(৩৫) নামের এক ব্যক্তিকে মিরপুর ১১নম্বরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম মিরপুর পল্লবী সেকশন ১২,ব্লক ডি,১৫ নম্বর লাইনের গোলাম মোহাম্মদের ছেলে। তিনি একটি পাঞ্জাবির কারখানায় এমব্রয়ডারির কাজ করতেন বলে জানিয়েছে স্বজনরা।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho