পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকীতে পৌঁছেছে বাংলাদেশ।
রাজশাহী বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরবর্তীতে শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন-উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা,বাঘা থানা পুলিশ,বাঘা ও আড়ানি পৌরসভা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন বেসরকারি সংগঠন। পরে সকল শহীদদের আত্মার মাগফিরা কামনা করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সন্মানে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
মনসুর আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আ ফ ম হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাবিহা সুলতানা উপজেলা সহকারি কমিশনার (ভূমি), সুপ্রভাত মন্ডল পরিদর্শক (তদন্ত)বাঘা থানা ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho