গত দুই বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো সংস্করণ ফাউন্ডেশনের 'ঈদের হাসি 'সিজন ৩' এবারের প্রোগ্রামটির আয়োজনে সংস্করণ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব যৌথভাবে অংশগ্রহণ করেছে।
আমাদের আশেপাশে অনেক ছোট বাচ্চাদের দেখা যায়, যারা রাস্তার মাঝে ঘোরাঘুরি করে ফুল বা বেলুন বিক্রি করে। যাদের এই বয়সে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা ছিল, দেশ তথা সমাজ উন্নয়নে নিজেদেরকে তৈরী করার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কোন রকমে দিন পার করছে। সেসব শিশুদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে তাদেরকে তাদের পছন্দমতো জামা-কাপড় দেওয়া হয়েছে, এবং তাদের পরিবারের জন্য ঈদ বাজারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, সংস্করণ ফাউন্ডেশন ভবিষ্যতে এসব পরিবারের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনাও করেছে, যাতে তারা (বাচ্চারা) পড়াশোনা ভালোভাবে করতে পারে বা পড়াশোনার জীবনে ফিরে আসতে পারে। সংস্করণ ফাউন্ডেশন ও বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব জানায়, এই প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র ঈদের আনন্দই পৌঁছে দেওয়া হয়নি, বরং শিশুদের ভবিষ্যতের জন্য একটি সুন্দর দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho