ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো: রবিন খান আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা প্রদান করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পবিত্র রমজান মাসের শেষে মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের এক মাস শেষে আসে ঈদুল ফিতর, যা আল্লাহর পক্ষ থেকে এক অপার পুরস্কার।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর মুমিনের হৃদয় যেমন পরিশুদ্ধ হয়, তেমনি ঈদের দিন তাদের জন্য হয়ে ওঠে আনন্দ, শুকরিয়া আর ভ্রাতৃত্বের উৎসব। এই মহিমান্বিত দিনে চলুন একে অপরকে শুভেচ্ছা জানাই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি শান্তি ও কল্যাণের। সবার এই দিনটি হাসি-আনন্দে ভরে উঠুক এই কামনা কামনা করি।
একইসঙ্গে চলুন আমরা আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করি। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকোসহ জুলাই-আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করি।
পরিশেষে সবাইকে আমার ব্যক্তিগত এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho