কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। শুক্রবার (৪ঠা এপ্রিল) রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন ছাত্রদলের নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রংপুর জেলা ছাত্রদল,পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক,ছাত্রদল পৌর ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয় ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho