১৭০ পিস ইয়াবাসহ ইমন মোল্লা নামক একজন মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় র্যাব-১০ কর্তৃক গ্রেফতার । গতকাল ০৫ এপ্রিল শনিবার বিকাল আনুমান পৌনে চারটায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারগাঁও বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা মূল্যমানের ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। ইমন মোল্লা @ রাফসান আহম্মেদ (২৪), পিতা- লুৎফর রহমান, সাং- বৈচারপাড়, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho