ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় ধর্মপ্রান মুসুল্লিরা। এসময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখিরিত হয়ে উঠে। এই সময় বিক্ষোভকারীরা বলেন, দ্রুত এই হত্যা বন্ধ করতে হবে এবং সকলকে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান করেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho