সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন আজাদ কে হাতুড়িপেটা করেছে জামায়াত নেতা।গত কাল ১৮/০৪/২৫ ইং তারিখে জুমার নামাজ শেষে তিনি এ হামলার শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানা মসজিদে নামাজ শেষে থানার গেটের সামনে কথা বলছিলেন এমন সময় পিছন থেকে একজন প্রথমে ঘুষি মারে পরে হাতুড়ি দ্বারা মাথায় আঘাত করলে আশেপাশের লোক তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত হওয়ায় সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার মাথার দুই স্থানে হাড় ভেঙ্গে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে আজাদ হোসেনের উপর হামলাকারীদের বিরুদ্ধে দফায় দফায় উল্লাপাড়ায় বিক্ষোভ করেছে বি এন পি ও বি এন পির অঙ্গ সংগঠন।অভিযোগ আছে পূর্ব শত্রুতার জেরে জামায়াতের কর্মীরা তার উপর এ হামলা চালায়।
হামলার সময়কার একটি ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়।এ ঘটনায় জড়িত উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক মো: হাফিজুর রহমান কে উল্লাপাড়া মডেল থানা গ্রেফতার করেছেন,অন্যান অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho