বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, বরিশালসহ দেশের ৮ বিভাগের প্রায় সব জেলা-উপজেলায় বুধবার রাত থেকেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় সকাল ৬টা পর্যন্ত ৬ মিলি মিটার, আর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে দুর্ভোগে পড়েন শ্রমজীবীসহ অফিস ও স্কুলগামীরা ছাত্রছাত্রীরা।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৯টায় পরিণত হয় নিম্নচাপে। রাতে আরেকটু শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
তবে ঘুর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা দেখছে না বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho