রাজবাড়ীর কালুখালীতে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।
৩০/০৫/১০২৫ ইং শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁদপুর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে,,।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho