তীব্র গরমে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব রবিন খান এবং বিপ্লবী সাধারন সম্পাদক নির্যাতিত ছাত্রনেতা জনাব আকরাম আহমেদ এর নির্দেশনায় ( ২০২৫)চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে শের-ই-বাংলা নগর থানা ছাত্রদল এর পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও পরীক্ষার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ সকালে শের - ই বাংলা নগর থানা ছাএদলের আয়োজনে এক ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের -ই বাংলা নগর থানা ছাত্রদলের মেধাবী তরুণ,সংগ্রামী আহবায়ক জনাব রাজা আহমেদ মিন্টু। বিপ্লবী সদস্য সচিব শফিকুল ইসলাম সবুজ,শের - ই বাংলা নগর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জুবায়ের আহমেদ জাবের এবং অন্যান্য যুগ্ন আহবায়ক এবং সদস্য বৃন্দ।
এ সময় ছাত্রদের মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে অভিনন্দন জানা হয়।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশার সাধারণ জনগণ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho