দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।স্থানীয় গ্রুপিং রাজনীতি ও নানা মহলের ষড়যন্ত্রের মাধ্যমে হওয়া মিথ্যা অভিযোগে তাকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল।
গত শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান-এর স্বাক্ষরিত নির্দেশনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সোহেল খান সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি দলের প্রতি অবিচল আস্থাশীল এবং ভবিষ্যতে জীবন দিয়ে হলেও বিএনপির আদর্শ রক্ষায় কাজ করে যাবেন।
দলের বিভিন্ন স্তরে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho