আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬অর্থ বছরের ৬১কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এ বাজেটে ২০২৫-’২৬ অর্থ বছরে উন্নয়ন, পানি ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ১৫০ টাকা, এ খাতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা ।
সোমবার (৩০জুন) দুপুরে ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. ইসাহাক আলী ।
প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণসহ ডাম্পিংগ্রাউন্ড, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, বৃক্ষরোপন কর্মসূচীকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলহাজ মো. লুৎফুল হুদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মশিউর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. এ কে এম খন্দকার মুহিব্বুল, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, জামাতে ইসলামীর পৌর আমির মাও. জয়নুল আবেদীন, জামাত নেতা মো. মনজুরুল কাদের, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, পৌর যুবদল ও ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মানিক মন্ডল প্রমূখ। এ সময় পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারি , সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত এ বাজেট অনুমোদন হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন হলে এই পৌরসভা সুপ্রতিষ্ঠিত পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পাবে পাশাপাশি নাগরিক জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
তিনি পৌর প্রশাসক হিসেবে ফুলবাড়ী পৌরসভাকে বাসযোগ্য করতে গ্রিন ও ক্লিন নগরায়নের পরিকল্পনা গ্রহণ করেন।
পৌরসভার আয় বৃদ্ধির পরামর্শে আলোচকবৃন্দ বলেন, পৌর এলাকায় অনুমোদনহীন প্লানবহির্ভূত অসংখ্য ভবন ও মার্কেট নির্মিত হচ্ছে। এতে পৌরসভা আয় বঞ্চিত হচ্ছে। অথচ পৌরসভার স্টাফরা বকেয়া বেতনের কারণে মানবেতর জীবন যাপন করছে। এ সময় ব্যক্তিগত পর্যায়ে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে বৈষম্যের কথাও তুলে ধরেন বক্তারা ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho