দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের খন্ডখুইগ্রামে এ ঘটনা ঘটে।অভিযোগে জানা যায়, ওই গ্রামের বুলবুল ইসলাম (৩৬) তার বৃদ্ধ পিতা মোখলেছার রহমান ও বৃদ্ধ মাতা সুলতানা বেগমকে কারণে-অকারণে প্রায় সময় মারপিট করে নির্যাতন চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদে বসলে বুলবুল বিচার অমান্য করে তার দাদা আলহাজ্ব মোজাফফর হোসেনের গালে চড় থাপ্পড় মারে। এ পরিস্থিতিতে সোমবার (৭ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি দলীয় নেতৃবৃন্দ সহ ফুলবাড়ী থানায় সালিশের জন্য বসা হয়। সেখানেও বুলবুল ও তার সঙ্ঘবদ্ধ লোকজন পুলিশের সামনে তার পিতা -মাতা ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। উত্তেজিত পরিস্থিতিতে ইউনিয়ন নেতৃবৃন্দের অভ্যন্তরীণ কোন্দলে সালিশটি ভেস্তে যায়।
বুলবুল তার সঙ্ঘবদ্ধ লোকজন নিয়ে থানা থেকে চলে যাওয়ার সময় তার মায়ের কাছে প্রকাশ করে, তোমার স্বামীকে নিয়ে থানা থেকে বের হয়ে বাড়িতে গেলে তোমাদের হাত-পা ভেঙ্গে দিব। এ পরিস্থিতিতে মোখলেছার রহমান ও সুলতানা বেগম চরম নিরাপত্তাহীনতায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। প্রসঙ্গত, নিরাপত্তা ও বিচারের আশায় তাদের সারাদিন রাত পর্যন্ত থানায় অবস্থান করতে দেখা যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল বলেন,আমি সোমবার জেলায় মাসিক কল্যাণসভা ও আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। সংশ্লিষ্ট অফিসারকে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সাংবাদিক মহল ও এলাকার প্রবীণ নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করে বলেন, জন্মদাতা পিতা -মাতাকে নির্মম নির্যাতনের বিচার না হলে সমাজে এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho