রাজবাড়ীর পাংশা উপজেলার কমবামাজাইল ইউনিয়নে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মঙ্গল দুপুরে কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামে হামলার ঘটনা ঘটেছে।
এতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেঃ অবঃ এস এম মতিউর রহমান জুয়েল এর বাড়ি সহ অন্তত ২৫টি বাড়িতে হামলা করা হয়। এছড়াও কসবামাজাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ লাল চাদের বাড়ীতেও হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য তানজিল বিশ্বাস, লুৎফর রহমান, মুল্লুক, আশিক আহত হয়ে পাংশা হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে।
উপজেলার সুবর্ণ কোলা গ্রামের মিরাজ খার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ ঘটনায় মুক্তি নামের এক ব্যাক্তিকে আটক করেছে। সে একই ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একজন আটক আছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho