বর্তমান সময়ের অন্যতম মেধাবী গায়িকা বেলি আফরোজ এবার হাজির হয়েছেন নতুন মৌলিক গান নিয়ে। ‘আমায় ঠকাইলে’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন ‘পাওয়ার ভয়েস’খ্যাত এই শিল্পী। গানটির কথা লিখেছেন এআর রাব্বি, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।
ইয়াসির আরাফাতের পরিচালনায় নির্মিত ভিডিওতে বেলির সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। এছাড়া দেশি-বিদেশি একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানটি।
স্টেজ শো এবং টেলিভিশন শোতে সরব থাকা এই শিল্পীর কণ্ঠে মৌলিক গান সবসময়ই ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করে। ‘আমায় ঠকাইলে’ গানটিও এর ব্যতিক্রম নয়।
কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলি।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho