নড়াইলে অনলাইন প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৭ জুলাই) কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুর এলাকায় ৮ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ছয়টি মোবাইল ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন—মুসাব্বির মুন্সি ছিপাতুল্য (২৮), নাজমুল হুসাইন (৩১), বাপ্পি হাসান ওভি (২৭) এবং রনি মীনা (৪১)। এদের মধ্যে নাজমুল ও বাপ্পি দুই ভাই।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, চক্রটি ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। দেশের বিভিন্ন এলাকা থেকে এজেন্টদের মাধ্যমে অন্যের নামে সিম কিনে তা প্রতারণায় ব্যবহার করত।
ভুক্তভোগী মাদারীপুরের নয়ন টিকাদার জানান, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ২১ হাজার টাকা দেন, কিন্তু ফোন পাননি। আহাদ নামে আরেকজন জানান, মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৯৫ হাজার টাকা দিলেও প্রতারিত হন।
ডিবি জানায়, চক্রটি নিয়মিত ঠিকানা ও যোগাযোগ মাধ্যম পাল্টালেও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়। পুলিশ অনলাইন লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho