রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর বাংলা, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু জাফর। নতুন নেতৃত্বের অধীনে কমিটিতে মোট ৮৬ জন সদস্য রয়েছেন।
কমিটি গঠনে একাধিক উপদেষ্টার স্বাক্ষরের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারি বাঙলা কলেজের প্রভাষক হাসান আলী এবং রুমানা শবনম।
এছাড়াও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—
মোঃ মমিন খান (প্রধান উপদেষ্টা), শাহিনুর রহমান শাহিন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হারুন অর রশিদ লিটন,দিদারুল ইসলাম,নাঈম হোসেন এবং জিয়াউর রহমান।
নবনির্বাচিত সভাপতি আলমগীর বাংলা বলেন,"আমি রাজবাড়ীর সকল ছাত্রদের স্বার্থে কাজ করব। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকব।"
সাধারণ সম্পাদক আবু জাফর বলেন,"এই কমিটি হবে শিক্ষার্থী অধিকার ও কল্যাণে একটি সেবামূলক প্ল্যাটফর্ম। সকলে মিলেই আমরা এগিয়ে যাব।"
পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে ছাত্রদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho