রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক আবুল শেখের বসতঘরসহ সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তার একটি গরু পুড়ে মারা যায় এবং প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ আবুল শেখের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর দগ্ধ হয়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, কৃষি পণ্যসহ সবকিছু সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, দুটি ইউনিট রওনা দিলেও গ্রামের রাস্তা খারাপ হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ঘটনার সময় আবুল শেখ ও তার পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। তবে আগুনে একটি গরু পুড়ে মারা যায় এবং কৃষক আবুল শেখ নিঃস্ব হয়ে পড়েছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho