যশোরে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করাকে কেন্দ্র করে কেশবপুর থানায় অনধিকার প্রবেশ করে পুলিশ সদস্যদের সঙ্গে হুমকি ও হট্টগোল সৃষ্টি করার ঘটনায় জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজিয়ার রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে সংগঠনটির সকল পদ থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন।
এর আগে ওইদিন সকালে যশোর শহর থেকে পুলিশ তাঁকে আটক করে। তবে কয়েক ঘণ্টা পর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
জানা গেছে, গত রবিবার (৪ আগস্ট) রাতে কেশবপুর থানায় গিয়ে পুলিশের উপর হুমকি ও হট্টগোল করেন জামায়াত নেতা অজিয়ার রহমান। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho