রাজবাড়ীর কালুখালীতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় কালুখালী প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে কালুখালী প্রেসক্লাব।
রাজ কণ্ঠের সম্পাদক জনাব মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দাবি করেন। একই সঙ্গে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক সংগ্রামের কালুখালী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ মোল্লা নিলু , আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের মাতৃভূমি, মাসুদ রেজা শিশির দৈনিক যায়যায়দিন পাংশা উপজেলা প্রতিনিধি, শামীম হোসেন দৈনিক কালবেলা পাংশা উপজেলা প্রতিনিধি, মোঃ শহিদুল ইসলাম জনতার জাগরণ কালুখালী উপজেলা প্রতিনিধি, আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা)দৈনিক নাগরিক কণ্ঠ ও আজকের সারাদেশের জেলা প্রতিনিধি , মো: রাকিবুল ইসলাম দৈনিক আমার সংবাদ কালুখালী উপজেলা প্রতিনিধি, রাশেদুল হক রুমি কালুখালী টাইম, আরো উপস্থিত ছিলেন মোঃ আদম আলী দৈনিক আইন বার্তা রাজবাড়ী জেলা প্রতিনিধি, সেলিম মাহমুদ দৈনিক সময়ের আলো, মোঃ মিজানুর রহমান.স্টাফ রিপোর্টার দৈনিক নয়াকণ্ঠ ও দৈনিক নাগরিক কন্ঠ কালুখালী উপজেলা প্রতিনিধি, সমীর কুমার পাল রাজবাড়ী কন্ঠ, ইমদাদুল হক রানা একুশের কথা, আমিরুল হক দৈনিক৫২, হামজা শেখ দৈনিক কালবেলা, আশিক হাসান উপজেলা প্রতিনিধি দৈনিক জনতার আদালত, বোরহান উদ্দিন কালুখালী টাইমর্স, উজ্জল হোসেন দৈনিক চিত্র, আকাশ মাহমুদ দৈনিক জনকণ্ঠ, জসিম বাংলাদেশের সময়।
বক্তারা বলেন,
"সাংবাদিকতা জাতির চতুর্থ স্তম্ভ। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত।"
আয়োজনে উপস্থিত সাংবাদিকরা জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। সঠিকভাবে অপরাধীদের বিচার না হলে এ ধরনের ঘটনা থামবে না। তারা সকল সাংবাদিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho