ঢাকা মহানগর পশ্চিম শেরেবাংলা নগর থানার অধীনস্থ ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) আগারগাঁও এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ঢালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক জোবায়ের আহমেদ জাবের, যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রিপন, আমিনুল ইসলাম লিটন, খায়রুল ইসলাম মোহন, জাকির হোসেন, মোঃ সাগর, মুশফিকুর রহমান, মেহেদী হাসান তুষার, আব্দুল্লাহ আল মামুন, সাগর হোসেন, মোঃ কবির হোসেন, ইমন আহমেদ, আরেফিন রনি, তানভীর হাসান নাদিম ইসলাম সদস্য বিজয়, রাহাত মাহমুদ, বেলাল মোহাম্মদ, মোঃ ইসমাইল হোসেন সহ থানা ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে ২৮ ও ১৪ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় একটি বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবু সাইদের বিশাল মিছিল দেখে নেতাকর্মী করতালির মাধ্যমে মোঃ আবু সাইদকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, দলীয় সংগীত ও জুলাই-আগষ্টের শহীদ ও আহত দের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আগারগাঁও এলাকায় শুরু হয় শেরেবাংলা নগর থানার ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho