সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেন্দ্রীয় বিএনপির সহ সারা বাংলাদেশে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং বেগম জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
শুক্রবার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।
ওই পোস্টে খালেদা জিয়ার সঙ্গে আবেগ ঘন ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া! বাংলাদেশকে যিনি নিজের অস্তিত্বে ধারণ করেছেন, আর দেশও যাঁকে আপন করে নিয়েছে সীমাহীন ভালোবাসায়।’
গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতি আপসহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাহসিকতার প্রশংসা করে তিনি লিখেছেন, ‘জেল, জুলুম, নির্যাতন কোনো অন্ধকারই আপনার সাহস, সার্বভৌমত্ব রক্ষা আর গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাসকে দুর্বল করতে পারেনি।’
সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, ‘আপনার জন্য কাজ করার সুযোগ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি।’
সবশেষে, ‘আজকের এই দিনে, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আমার অযুত প্রার্থনা যেনো মহান আল্লাহ আপনাকে রাখেন নিরাপদ, সুস্থ ও শক্তিমান, যতদিন না বাংলাদেশ পূর্ণ হয়ে ওঠে আপনার প্রত্যাশিত আলোয়।
বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ ছবিটি সম্পর্কে তিনি বলেন, প্রায় দেড় দশক আগে যুক্তরাজ্য সফরকালে হাউস অব কমন্সের প্রবেশদ্বারে সে সময়ের ডিএফআইডি মন্ত্রী অ্যালান ডানকানের সঙ্গে আমার খুনসুটিতে ম্যাডাম খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুহূর্ত।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho