রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ও মনোয়ারা কুতুবউদ্দিন কম্পিউটার একাডেমিতে বৃহস্পতিবার “Digital Skills Training for Students” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের EDGE প্রকল্প স্পন্সর করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ আইয়ুব আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের আইসিটি বিভাগের প্রধান মোঃ মামুন উর রশিদ জোয়ার্দার।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ড. মোঃ জসিম উদ্দিন (কো-অর্ডিনেটর), প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন (চেয়ারম্যান, আইসিটি বিভাগ, ইবি) এবং খন্দকার তাকদীর আহমেদ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে এবং “ইন্টেলিজেন্ট বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ব্যাচ নং ১৭০-এর প্রশিক্ষণার্থী আনোয়ারুল ইসলাম সর্বপ্রথম সার্টিফিকেট গ্রহণ করেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho