রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমান করে তাবাস্সুম খান ইভানা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
তিনি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নতুনপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কে এম ইলিয়াছের মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের নাতনী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ১১টা থেকে ২৬ আগস্ট সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইভানা।
সকালে দরজা বন্ধ দেখে নানা খোরশেদ আলম খান পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে তাকালে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো নাতনীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইভানার মা জান্নাফুল নীলা স্বামী কে এম ইলিয়াছকে রেখে অন্যত্র বিয়ে করেছেন। ইভানা মাদ্রাসায় পড়াশোনা করতেন। মায়ের প্রতি অভিমান থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নেন। মৃত্যুর আগে লেখা চিঠিতে ইভানা লিখে যান—“আমি কারোও আপন হতে পারলাম না।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho