রাজধানীর ভাটারার জগন্নাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য অনুসন্ধানের সময় ‘গ্যাস রশিদ’ নামে পরিচিত আব্দুর রশিদের বিরুদ্ধে হুমকি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। রাজধানীর নর্দ্দা হারিশ সড়ক এলাকায় আব্দুর রশিদ দুই হাজারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা (২৫ জুলাই) অনুসন্ধান করতে গেলে আব্দুর রশিদের বিরুদ্ধে এ হুমকরি অভিযোগ উঠে। রশিদ তিতাসের ঠিকাদার না হয়েও অসাধু ঠিকাদারদের সঙ্গে যোগসাযোশে দালালী করে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এবং গড়েছেন আয়বহির্ভূত সম্পদের পাহাড় গড়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
এদিকে সাম্প্রতিক রাজধানীর খিলক্ষেতের খ/২২১,নামাপাড়া বোডগা, মসজিদ রোডে অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামুন ও রাকিব নামের দুই শ্রমিক গুরুতর আহত হন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। মেসার্স ভোল্ট টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্বাধিকারী খোরশেদ আলম বাবু ও তার সহযোগীরা খিলক্ষেত খাঁপাড়া মা মঞ্জিলের সামনে একটি ভবনের নির্মাণকাজ করার সময় দুই ইঞ্চি ব্যাসের তিতাস গ্যাসের পাইপলাইন অবৈধভাবে বিচ্ছিন্ন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জাগোকণ্ঠ.কমের প্রতিনিধি এইচ এম আইয়ুব আলী (রকি) জানান, ‘মোবাইলফোনে রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি অকপটে স্বীকার করেন, “সারা বাংলাদেশের যত অবৈধ গ্যাস লাইন আছে সব আমি দিয়েছি। পারলে কেউ যেন আমার কিছু করে দেখায়।” এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার হাত-পা ভেঙে ফেলার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় রশিদ’।
এ ঘটনায় ২৬ জুলাই ২০২৫ তারিখে ভাটারা থানায় মোঃ আঃ রশিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নং ২৭৫৬।
সাংবাদিক রকি বলেন, ২৪ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে আমি আঃ রশিদকে তার মুঠোফোনে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দায় স্বীকার করে বলেন, “বাংলাদেশের সব অবৈধ গ্যাস সংযোগ আমি দিয়েছি।” এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
রকি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি চরম আতঙ্কের মধ্যে আছি। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি রশিদ। সাম্প্রতিক আমার বিরুদ্ধে কিছু ভুঁইফোড় অনলাইন গণমাধ্যম ম্যানেজ করে মিথ্যা ও মনগড়া সংবাদের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন । আমি ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে ভাটারা থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, ‘সাধারণ ডায়েরিটি আদালতে পাঠানো হয়েছে। আগামী ৩১ আগস্ট ২০২৫ তারিখে শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন সাংবাদিক রকি আদালতে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত বিবরণ দিলে আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho