সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ সময় সরকারি আকবর আলী কলেজ মাঠ হতে বিপুল পরিমাণ নেতা কর্মী ও জনসাধারণের উপস্থিতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জনাব এম আকবর আলী।
আরোও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান মুরাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ জিয়ার আদর্শ কে ধারন করেই আগামী দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গনতন্ত্র পুনরুদ্ধার করা হবে এবং উল্লাপাড়া উপজেলা হতে সকল অনিয়ম দুর করে একটি শান্তি নগরী হিসেবে গড়ে তোলা হবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho