নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও (থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. আবুল হাসনাত পিন্টুর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, প্রশাসনিক অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, তিনি নিয়মিত অফিস করেন না এবং বহিরাগতদের অবাধ প্রবেশ করিয়ে কর্মপরিবেশ নষ্ট করছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলে প্রয়োজনীয় সামগ্রী যেমন বালিশ, কাঁথা ও চাদর বাইরে থেকে নিয়ে আসতে হয়। চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকেন না এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রভাব বেড়ে যাওয়ায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
এ বিষয়ে সেবা নিতে আসা স্থানীয় জনগণ ও রোগীরা অসন্তোষ প্রকাশ করে বলেন, “হাসপাতালে গেলে ডাক্তারকে ঠিকমতো পাওয়া যায় না। নিয়মিত উপস্থিত না থাকায় অনেক সময় রোগীদের চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।”
এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে ব্যক্তিগত জীবন সম্পর্কেও বিতর্কিত কিছু ঘটনা নিয়ে আলোচনা রয়েছে, যার মধ্যে নারীঘটিত বিষয়ে অভিযোগ উঠেছে।
ডা. আবুল হাসনাত এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর আগেও এখানে দায়িত্ব পালন করেছি, তখন কোনো সমস্যা হয়নি।”
এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন (সিএস) আব্দুর রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho