রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে হ্যাকিং ও প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বাঘা থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মিনারুল ইসলাম (২২), পিতা-মো: জাবেদ আলী ২। মো: মিজানুর রহমান পলাশ (২৮), পিতা-মো: মামুন আল হক, ৩। মো: আনারুল ইসলাম (৩৮), পিতা-মো: রুহুল আমিন, সাং-হাবাসপুর ৪। মো: পিয়াস ইসলাম (২০), পিতা-মো: তেতুল উদ্দিন, সাং-উত্তর মিলিক বাঘা ৫। মো: আলামিন ওরফে আল আমিন (২২), পিতা-মো: মজিবর রহমান, সাং-মুর্শীদপুর ৬। মো: লালন ওরফে আনারুল ইসলাম (৩৪), পিতা-মৃত-আলীম ওরফে আলী মন্ডল, সাং-কিশোরপুর বিলপাড়া ৭। মো: রাজীব গাজী (২৪), পিতা-মৃত-আ: কাশেম গাজী, সাং-ঝিনা ৮। মো: বিদ্যুত প্রামানিক ওরফে গাদি (৪৫), পিতা-আহম্মদ প্রামানিক, সাং-কেশবপুর।
এদের মধ্যে হ্যাকিং ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জন, অন্যান্য জিআর মামলার ১ জন, সিআর মামলার ১ জন এবং নিয়মিত মামলার অভিযুক্ত ১ জন রয়েছেন।
পুলিশ জানায়, আটক আসামিদের রবিবার (০৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho