রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব উদযাপন করতে যাচ্ছে তার গৌরবময় ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ। এ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী আয়োজনে থাকবে কেক কাটা, র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে সদস্যদের মধ্যে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিশেষ করে রাজশাহীর স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষায় বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যে আস্থার জায়গা তৈরি করেছে।
চার বছরের স্বল্প সময়ে প্রেসক্লাবটি নানা সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক আয়োজন ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho