সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ কেটে ফেলায় উদ্বিগ্ন জনগণ।
রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলা,সাভার উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি ভবন নির্মাণের জন্য গাছ কাটা হলেও, অনুমতি না নিয়ে আরও কিছু গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতাল ভবন নির্মাণের জন্য নির্দিষ্ট স্থান থেকে গাছ কাটার অনুমতি পাওয়া গেলেও, নির্মাণের বাকি অংশের জায়গা থেকে গাছ কাটা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রকল্পের জন্য এই অনুমতি ছিল, যেখানে ভবনটি স্থাপন করা হবে। তবে, হাসপাতালের নির্মাণ কাজের জন্য নির্ধারিত এলাকার বাইরের গাছগুলোও কেটে ফেলা হয়েছে।
স্থানীয় এক অধিকারকর্মী অভিযোগ করেন, "এটি সম্পূর্ণ অনুমতি ভঙ্গ করা হয়েছে। যেখানে অনুমতি ছিল, সেখানে গাছ কাটাই বৈধ ছিল। কিন্তু অননুমোদিত স্থানে গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।"
উল্লেখযোগ্য যে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের জন্য বন বিভাগের কাছ থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছিল, তবে এই অনুমতিতে কোনো ধরনের অতিরিক্ত গাছ কাটা বা পরিবেশের ক্ষতি করার বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম জানান হাসপাতালের নতুন একটা বিল্ডিং করার বিষয়ে গাছ কাটা সংক্রান্ত বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিবেশ ঢাকা অঞ্চলের পরিচালক আবুল কালাম আজাদ কে জানতে চাইলে তিনি বলেন অনুমতি নেওয়ার বিষয়ে আমার জানা নেই। তবে কোন বিভাগকে এ বিষয়টি জানার কথা।
এদিকে, পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho