যশোর জেলার কেশবপুরের কৃতি সন্তান, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি,সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ,এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আগামী 20/09/2025 তারিখ শ্রাবণের আগমনকে কেন্দ্র করে কেশবপুর রাজনীতিতে সাজ সাজ রব বিরাজ করছে।তার আগমন কে কেন্দ্র করে কেশবপুরের রাজনীতির নতুন গতি পেয়েছে বলে জনসাধারণ মনে করছে।কাজী রওনকুল ইসলাম শ্রাবণের আগমনের খবরে, কেশবপুর ছাত্র দল যুবদল মধ্যে নতুন রাজনীতির গতি পরিলক্ষিত হয়েছে।গতকাল কাল থেকেই কেশবপুর পৌর সহ বিভিন্ন ইউনিয়নে, ছাত্রদল যুবদলের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে।ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর, শ্রাবণের আগমনকে কেন্দ্র করে মাইক্রোবাস, বাস গাড়ি,পিক আপ ভাড়ার ধুম পড়েছে।
বিশাল মোটরসাইকেল বহর শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছে।বর্তমান কেশবপুর পৌর ও বিভিন্ন ইউনিয়নের চায়ের দোকানে এখন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কে নিয়ে সাধারণ জনগণের মধ্যে আলোচনা হচ্ছে।জনসাধারণের মনে একটাই কৌতুহল, ১৭ বছর পর শ্রাবণ তার জন্ম ভূমিতে এসে ,দলের কি বার্তা দেয় ।কেশবপুর বাসি আরও মনে করেন, শ্রাবণ কি তাহলে জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ কোন বার্তা নিয়ে কেশবপুর আসছেন,সেটা দেখার অপেক্ষায় সাধারণ জনগণ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho