বাংলা গানপ্রেমীদের জন্য প্রকাশিত হলো নতুন রোমান্টিক গান “রঙিলা কইতর"। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আকাশ মাহমুদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানটি ফ্ল্যাশ মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
শাহনাজ রহমান স্বীকৃতি বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নাম। দুই দশকেরও বেশি সময় ধরে গান করে যাচ্ছেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে প্রকাশ করেছেন ৮টি একক অ্যালবাম, কণ্ঠ দিয়েছেন ৫০টির বেশি মিশ্র অ্যালবামে এবং গেয়েছেন প্রায় সাড়ে পাঁচশ চলচ্চিত্রে। তবে শুধু সাফল্যের গল্প নয়, জীবনের এক পর্যায়ে তাকে মোকাবিলা করতে হয়েছে মরণব্যাধি ক্যানসারের মতো কঠিন বাস্তবতা। কিন্তু সংগীতের প্রতি গভীর ভালোবাসাই তাকে দিয়েছে নতুন করে লড়াই করার শক্তি।
“রঙিলা কইতর”-এর কথা ও সুর করেছেন রনক রায়হান,সঙ্গীতায়োজন করেছেন ফরহাদ। আবেগঘন কথা আর সুর শ্রোতাকে নিয়ে যাবে চিরন্তন ভালোবাসার যাত্রায়।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আমিনুল ইসলাম লিটন ও প্রিয়া অনন্যা। বিশেষ করে প্রিয়া অনন্যার অসাধারণ নাচ এবং মনোরম পরিবেশের দৃশ্যায়ন গানটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
নির্মাতারা আশাবাদী, “রঙিলা কইতর” দর্শক-শ্রোতার হৃদয়ে দাগ কেটে যাবে এবং সমসাময়িক বাংলা রোমান্টিক গানের তালিকায় বিশেষ স্থান করে নেবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho