চাঁদপুরের বাসিন্দা মো. আব্দুল মান্নান রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হয়েছে। তাকে খুঁজতে পল্লবী থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।
পুলিশ জানায়, ৬৭ বছর বয়সী মো. আব্দুল মান্নান চাঁদপুরের বাসিন্দা। গত ১ সেপ্টেম্বর ভোরে পল্লবীর ১১ নম্বরের সেকশনের মেয়ের স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
নিখোঁজ আব্দুল মান্নান এক বছর আগে স্ট্রোক করেন। এখন তিনি স্পষ্ট করে কথা বলতে পারেন না।
তার মেয়ের স্বামী জাহাঙ্গীর হোসেন পল্লবী থানায় ২ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
নিখোঁজ বৃদ্ধের সন্ধান পেলে জানাতে অনুরোধ জানিয়েছেন পল্লবী থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফ রব্বানী (০১৭১২৪৩৬৩৮৬)।যোগাযোগের অনুরোধ,,
বৃদ্ধের মেয়ের স্বামী (মেয়ে জামাই) জাহাঙ্গীরের ফোন নম্বর ০১৭০১৪৬৮১৪৯।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho