নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও খেলা ফিরিয়ে আনতে উপজেলার জয়পুর ইউনিয়নবাসী এ আয়োজন করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজন নারানদিয়া রেল স্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নড়াইলসহ বিভিন্ন জেলার ১০ থেকে ১২ টি ঘোড়া এ প্রতিযোতায় অংশ নেন।
গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, ও শিশু আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকায় মানুষের মিলনমেলায় পরিণত হয়।
এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুস্কাকার বিতরণ করা হয়।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho