‘আমি কন্যাশিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জাতিসংঘের শিশুসনদ আইন অনুযায়ী কন্যা শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আদেশে ২০০৩ সাল থেকে ৩০সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে থাকে ।
বুধবার (৮অক্টোম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বর্ণাঢ্য অয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যা শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডলের সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মাও. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, মৎস্য বিষয়ক কর্মকতা মোছা. রাশেদা আক্তার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরির্বতনের আহবান জানিয়ে বলেন, কন্যা শিশুরা সমাজের বোঝা নয়,তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পিতা-মাতা ও পরিবারের প্রতি তারাই বেশি যত্নশীল।
অতিথিবৃন্দ, মানবিকগুণাবলি ও শিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, কন্যা শিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। এ সময় উপজেলা আমির মাও. হাবিবুর রহমান বলেন, বহুবছর পূর্বেই ইসলাম কন্যাশিশু ও নারীর সুরক্ষা, সম্পদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- মেয়েশিক্ষার্থী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho