বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ স্বীকৃতি এবার হাজির হচ্ছেন একটি নতুন আইটেম সং নিয়ে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আকাশ মাহমুদ। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার মো. জামাল হোসেন।
সম্প্রতি রাজধানীর Star T Vision স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে শাহনাজ স্বীকৃতি বলেন,"আমি নিজেও আকাশ মাহমুদের একজন বড় ভক্ত। আজ তার সুর ও সংগীতে একটি আইটেম সং-এ ভয়েস দিয়েছি। আকাশ যেভাবে গাইতে বলেছেন, আমি চেষ্টা করেছি ঠিক সে ভাবেই গাইতে। বাকিটা শ্রোতারা শুনেই বলবেন কেমন হয়েছে।"
গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে "রঙ্গন মিউজিক" ইউটিউব চ্যানেলে।
এছাড়াও গানটির জন্য নিজেকে নির্বাচিত করায় গীতিকার মো. জামাল হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শাহনাজ স্বীকৃতি।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho