মেট্রোরেলের পিলারের প্যাড খুলে পথচারীর মৃত্যু, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোবারক হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,
“ফার্মগেট এলাকায় হঠাৎ মেট্রোরেল পিলারের একটি প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারীর উপর আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়,
“দুপুর ১২টা থেকে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্তে একটি টিম কাজ শুরু করেছে।”
উল্লেখ্য, গত বছর ১৮ সেপ্টেম্বর একই ধরনের ঘটনায় ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল, যখন একটি বিয়ারিং প্যাড খুলে গিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকাগুলোর একটি ফার্মগেটে এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho