রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১৬৩ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আদালত তাদের অব্যাহতি প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে প্রায় দেড় লাখ নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জড়ো হন। একপর্যায়ে পুলিশের বাধার মুখে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসময় প্রধান বিচারপতির বাড়ির সামনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা আদালতে চূড়ান্ত প্রতিবেদন (Final Report) দাখিল করে জানায়, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। আদালত শুনানি শেষে মির্জা ফখরুল-আমীর খসরুসহ ১৬৩ জনকে অব্যাহতি দেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho