ধানের শীষের পক্ষে সানজিদা ইসলাম তুলির প্রচারণা: শাহআলীতে সেচ্ছাসেবকদলের বর্ণাঢ্য মিছিল
রাজধানীর মিরপুরের শাহআলী থানায় বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন এবং ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিছিল ও কর্মসূচির নেতৃত্ব দেন শাহআলী থানা সেচ্ছাসেবকদলের নেতা মোঃ মোতালেব ভূইয়া।
মিছিলটি শাহআলী থানা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় ৯৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের নেতা বিশাল শেখ উজ্জ্বল ও শাহ আলী থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে নানা স্লোগান ও পোস্টার প্রদর্শন করেন।
এ সময় বক্তারা বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে বিজয়ী করতে মাঠে আছি।”
সমাবেশে বক্তারা আরও বলেন, বিএনপির ৩১ দফার মূল লক্ষ্য হলো, জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা,দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন,স্বাধীন বিচারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা,ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
শেষে মোতালেব ভূইয়া বলেন,
“আমরা শাহআলী থানা সেচ্ছাসেবকদল সবসময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলাম এবং থাকব।ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ৩১ দফা বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।”
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho