রাজবাড়ীর পাংশায় দখল করে নেওয়া দোকানঘর ও ব্যবসার জায়গা ফেরতের দাবিতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও স্থানীয় ব্যবসায়ী শামসুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের আলম সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাহমুদ প্লাজা ও আলম প্লাজা নির্মাণের আগে তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের প্রভাব খাটিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ব্যবসায়ী শামসুল আলম ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বকভাবে দোকানঘরগুলো দখল করে মার্কেট নির্মাণ করেন।
বক্তারা আরও বলেন, দখলকৃত দোকানঘরের কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘদিনের ব্যবসায়ীরা জীবিকার তাগিদে চরম দুরবস্থায় পড়েছেন।
তারা দখলকৃত দোকানঘর ও তাদের ক্রয়কৃত স্থায়ী পজিশন ফেরতের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho