ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি-এর নেতৃত্বে প্রথম পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর, দারুসসালাম ও শাহ আলী থানার বিভিন্ন এলাকা ঘুরে এই পদযাত্রা সম্পন্ন হয়।
উক্ত পদযাত্রায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
এ সময় তিনি বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণই এ দেশের মালিক, তাদের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
পদযাত্রায় অংশ নেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সানজিদা ইসলাম তুলি,দলীয় নেতা মোস্তফা জগলের পাশে পাভেল,ফেরদৌসী আহমেদ মিস্টি।মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী মিঠু,ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ,সাবেক দারুসসালাম থানা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম,মিরপুর যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও সদস্য সচিব আমিনুল ইসলাম শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা তৌহিদুল ইসলাম, শাহ আলী থানা যুবদল নেতা এস এম জহির, আব্দুর রহমান নয়ন, আব্দুল্লাহ,ছাত্রদল মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
পদযাত্রার পুরো সময় নেতাকর্মীরা স্লোগান দেন "গণতন্ত্র পুনরুদ্ধার কর, ভোটাধিকার ফেরত দাও" স্লোগানে মুখরিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানান, এটি ছিল তুলি আপার নেতৃত্বে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রথম কর্মসূচি যা আগামী দিনের আন্দোলনের অগ্রযাত্রা হিসেবে দেখা হচ্ছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho