রবি মৌসুমে কৃষকদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন
খাদ্য নিরাপত্তা ও কৃষির উৎপাদন বৃদ্ধিতে আধুনিক বীজ ব্যবহারের ওপর জোর, সরকার মো. আবুল কালাম আজাদ
রবি মৌসুমে চাষাবাদে উৎসাহ প্রদান ও কৃষির উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)-এর উদ্যোগে কৃষকদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ স্বয়ং উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন।
এ সময় তিনি বলেন“দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ও মানসম্মত বীজের ব্যবহার অপরিহার্য। কৃষকরা যদি রবি মৌসুমে উন্নত জাতের ফসল উৎপাদনে মনোযোগী হন, তবে দেশের কৃষিভিত্তিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) দীর্ঘদিন ধরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ কৃষকদের হাতে উন্নত জাতের সবজি বীজ তুলে দিচ্ছেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho