রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে তৎপর হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর অংশ হিসেবে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি একাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
তালা দেওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ১১টার পর থেকেই ছাত্রলীগের বিভিন্ন উপদলের কর্মীরা হঠাৎ করে ক্যাম্পাসে সক্রিয় হয়ে ওঠে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে উল্লিখিত ভবনগুলোর মূল প্রবেশপথে তালা লাগায়। এসময় তারা “লকডাউন সফল করো” ও “বিরোধীদের প্রতিরোধে প্রস্তুত” এমন শ্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাতের দিকে কয়েকজন ছাত্র এসে ভবনগুলোতে তালা লাগিয়ে যায়। প্রশাসনের নির্দেশে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত প্রশাসনের বিষয়, কোনো রাজনৈতিক সংগঠনের নয়।
উল্লেখ্য, রাজধানীতে ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস এলাকায় নজরদারি বাড়িয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho